Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রানী এলিজাবেথকে পেছনে ফেলে বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৪ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ২৯তম অবস্থানে উঠে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের অবস্থানেই রয়েছে এডেনা ফ্রিডম্যান। তিনি মার্কিন ব্যবসায়ী। এছাড়াও ব্রিটেনের রানী এলিজাবেথ আছেন ৪০ তম অবস্থানে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ব্যবসায়িক সাময়িকী ফোর্বস বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করেছে। গত বছর ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ২৬তম অবস্থানে ছিলেন শেখ হাসিনা।

ফোর্বসের এবারের তালিকায়ও শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি নয় বছর ধরে শীর্ষ ক্ষমতাধর নারীর অবস্থানটি ধরে রেখেছেন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিশ্চিন ল্যাগার্দে, তৃতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টিটিভ স্পিকার ন্যান্সি পেলোসি, চতুর্থ অবস্থানে ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লিয়েন, পঞ্চম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মটরস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বারা, যষ্ঠ অবস্থানে আছেন  মেলিন্ডা গেটস, সপ্তম অবস্থানে আবিগেইল জনসন, অষ্ঠম স্থানে আনা পেট্রিসিয়া বোটিন, নবম স্থানে গিনি রোমেটি এবং দশ নাম্বারে আছেন মেরিলিন হিউসন।

ফোর্বেসের এই তালিকা অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী। দক্ষিণ এশিয়ায় শেখ হাসিনার পরেই আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। তালিকায় নির্মলা সিতারমনের অবস্থান ৩৪তম।এর আগে ২০১৭ সালে ফোর্বস-এর প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৩০তম অবস্থানে ছিলেন শেখ হাসিনা।

শেখ হাসিনা সম্পর্কে সাময়িকীটি লিখেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। যিনি বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

Bootstrap Image Preview