Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে রূপার  জয়ের ‘হ্যাট‌ট্রিক’  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৫:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক।

শুক্রবার প্রকাশিত নির্বাচনী ফলে দেখা যায়, রূপা হক ২৮ হাজার ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্র‌তিদ্বন্দ্বী কনজারভেটিভের জুলিয়ান গ্যালেন্টের চেয়ে ১৩ হাজার তিন শ ভোট বেশি পেয়ে জয় পান তিনি। এই জয়ের ফলে তৃতীয়বারের মতো বিলেত জয় করলেন ৪৭ বছর বয়সী রূপা।

২০১৫ সালে রূপা হক প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। সেবার মাত্র ২৭৪ ভোটে জয়ী হন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী থেরেসা মে হঠাৎ করে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা দেওয়ায় রূপা হককে দুই বছরের মাথায় আসনটি ধরে রাখার লড়াইয়ে নামতে হয়।

২০১৭ সালের নির্বাচনে ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বাংলদেশি বংশোদ্ভূত রূপা।

১৯৭০ সালে বাংলা‌দেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমানো মোহাম্মদ হক ও রওশন আরা হক দম্প‌তির তিন মেয়ের সবার বড় রুপা। মোহাম্মদ হকের বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়। রূপার ছোট‌বোন কোনি হক (কনক আশা হক) ব্রি‌টে‌নের খ্যা‌তিমান টে‌লি‌ভিশন উপস্থা‌পিকা ও লেখক।

পুরোদস্তুর রাজনীতিতে নাম লেখানোর আগে ৪৭ বছর বয়সী এই ব্রিটিশ বাংলাদেশি লন্ডনের কিংসটন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পড়াতেন। সেখান সর্বশেষ জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এই কলামিস্ট ও লেখক। নিজ নির্বাচনী এলাকার ভেত‌রে ও বাইরে রূপা হক খুব জনপ্রিয় হলেও একদমই সাধারণ জীবনযাপন করেন। তার চলাফেরা ও বিনয়ী আচরণের জন্যও তিনি বেশ জনপ্রিয়।

জাতীয় ইস্যু ও লেবার পার্টির অভ্যন্তরের রাজনীতিতে বরাবরই তাকে সরাস‌রি পদক্ষেপ নিতে দেখা গেছে । সংসদে নানা ইস্যুতে ঝড় তুলে আলোচনার কেন্দ্রে উঠো আসেন রূপা। ২০১৮ সালে বর্তমান প্রধানমন্ত্রীর বোরকা নিয়ে করা তীর্যক মন্তব্যের জন্য নিজের কলামে বরিস জনসনকে ক্ষমা চাওয়া আহ্বান জানিয়েছিলেন তিনি।

Bootstrap Image Preview