Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বার্সাকে আবারও আদালতে নিচ্ছেন নেইমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৮ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


আবারও মুখোমুখি বার্সেলোনা ও নেইমার। ৩.৫ মিলিয়ন ইউরো বকেয়া বেতন আদায়ের দাবিতে সাবেক ক্লাবের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করতে চলেছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এমন খবর স্প্যানিশ পত্রিকা এল মুন্ডোর।

চলতি ইউরোপিয়ান মৌসুমের শুরুতে দলবদলের বাজারটা একাই গরম করে রেখেছিলেন নেইমার। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে ক্লাব ছাড়া খেলোয়াড়কে ফেরাতে পিএসজির সঙ্গে একাধিকবার আলাপ-আলোচনা ও প্রস্তাব দিয়েও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে বার্সাকে।বার্সাতে ফিরতে মরিয়া ছিলেন নেইমারও।

এমনকি নিজের পকেট থেকে ২০ মিলিয়ন ইউরো খরচ করে হলেও তিনি ফিরতে চেয়েছিলেন সাবেক ক্লাবে। বার্সার শর্ত ছিল, ফিরতে হলে ভুলে যেতে হবে ৪৩.৬ মিলিয়ন ইউরো বোনাসের দাবি। তুলে নিতে হবে মামলাও। তাতেও রাজী হয়েছিলেন ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান।

ফেরাটা হয়নি ন্যু ক্যাম্পে, উল্টো সাবেক ক্লাবের বিপক্ষে শর্ত ভঙ্গের অভিযোগ এনেছেন নেইমার। তার দাবি, নতুন চুক্তির ৪৩.৬ মিলিয়ন ইউরো বোনাস তো দেয়া হয়নি উল্টো শেষ মৌসুমে তার বকেয়া ৩.৫ মিলিয়ন ইউরো বেতনও আটকে দিয়েছে বার্সা। এজন্য শ্রম আদালতে একটি মামলা করতে চলেছেন পিএসজি তারকা।

একইসঙ্গে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউকে একজন ‘প্রতারক’ বলেও মন্তব্য নেইমারের।

শুধু বেতনই নয়, নতুন মামলায় পাওনা বাড়তি ১ লাখ ইউরোর বোনাসও দাবি করতে চলেছেন নেইমার।

Bootstrap Image Preview