Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বার্সেলোনার কাছে ইন্টার মিলানের হার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৫৫ AM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগে হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে ছয় ম্যাচে চার জয় নিয়ে শীর্ষে থেকেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল বার্সেলোনা। অন্যম্যাচে, জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। সালজবুর্গের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে অলরেডরা।

ঘরের মাটিতে পরাজয়ের যন্ত্রণা ইন্টার মিলানের চেয়ে বেশি আর কে বুঝবে? তাও আবার এমন এক সময়, যখন শেষ ষোলো হাতছানি দিয়ে ডাকছিল। কিন্তু সান সিরোর দর্শকদের মাঠ ছাড়তে হয়েছে আক্ষেপ নিয়ে । এ যে বার্সেলোনার রাত!

শুরু থেকে শুরু করা যাক। মেসি-সুয়ারেজ- পিকেদের ছাড়া ইন্টারের মাঠে দল নামিয়ে জয় পাওয়ার দুঃসাহস দেখিয়েছিল বার্সেলোনা। যার ফলে ম্যাচের প্রথম ২০ মিনিটে আক্রমন শুন্য বার্সেলোনা। অন্যদিকে, অতিথিদের দুর্গে একের পর এক আক্রমণ চালায় ইন্টার মিলান। তবে এর মাঝেই বিপরিত চিত্র দেখল দর্শকরা। ২৩ মিনিটে আঁতোয়ান গ্রিজমানের পাস থেকে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড কার্লেস পেরেজ। ১-০ গোলের লিড নিয়ে ইতালিতে বুনো উল্লাস কাতালানদের।

ইন্টার ম্যাচে ফেরে বিরতির ঠিক আগ মুহূর্তে। ৪৪ মিনিটে রোমেলু লুকাকুর গোলে সমতায় ফেরে নেরাজ্জুরিরা। ১-১ গোলের স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় দু'দল।

ডেথ গ্রুপে শেষ ১৬'য় যেতে জিততেই হবে ইন্টারকে। সেই কাজ করতে গিয়ে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। আশায় বুক বেঁধে থাকলেও সান সিরোর সব স্বপ্ন উবে যায় মুহূর্তেই। ৮৬ মিনিটে ১৭ বছরের আনসু ফাতি'র গোলে লন্ডভন্ড স্বাগতিকরা। তার জয় সূচক গোলেই গ্রুপে শীর্ষে থেকে মাঠ ছাড়ে আর্নেস্তো ভালভার্দে শিষ্যরা। আর বরুশিয়া ডর্টমুন্ড জয় পাওয়ায়, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল ইন্টার মিলানকে।

বার্সার জয়ে দিন মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়নরাও। তাদের প্রতিপক্ষ সাত বার অস্ট্রিয়ান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন রেড বুল সলসবার্গ।প্রথমার্ধ গোল শুন্য ব্যাবধানে রুখে দিয়ে লিভারপুলকে চাপে ফেলে দেয় সালজবুর্ক। বিরতির পর ৫৭ মিনিটে সাদিও মানে দারুণ পাস থেকে হেডে, দলকে প্রথম লিড এনে দেন নেভি কেইটা।

এক মিনিট পরেই গোলবারের কোনাকুনি দুরত্ব থেকে অবিশ্বাস্য এক গোল করেন মিসরীয় তারকা সালাহ। তাতে ২-০ গোলের জয় নিয়ে গ্রুপে শীর্ষে থেকেইও শেষ ১৬'র টিকিট কাটে বর্তমান চ্যাম্পিয়নরা।

Bootstrap Image Preview