Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোটি টাকার শিল্পকর্ম খেয়ে ফেললেন শিল্পী (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৪০ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৪০ AM

bdmorning Image Preview


এক লাখ ২০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় এক কোটির বেশি) মূল্যের একটি শিল্পকর্ম খেয়ে ফেলেছেন নিউ ইয়র্কের এক শিল্পী ডেডিভ ডাটুনা। ‘কমেডিয়ান’ শিরোনামের ওই শিল্পকর্মটি ইতালীয় শিল্পী মৌরিজিও কাটেলানের তৈরি। যুক্তরাষ্ট্রের মিয়ামির আর্ট বাসেল আন্তর্জাতিক গ্যালারিতে তা প্রদর্শন করা হচ্ছিল। খবর দ্য গার্ডিয়ানের।

জানা গেছে, গত শনিবার আর্ট গ্যালারিতে গিয়ে ডেভিড ডাটুনা নামের ওই পারফরমেন্স আর্টিস্ট দেয়ালে স্কচ টেপ দিয়ে লাগানো ওই কলাটি টেনে খুলে তা ছিলে খেয়ে ফেলেন। এরপর ইনস্টাগ্রামে ডাটুনা লিখেন, এটা আমার একটি পারফরমেন্স আর্ট। আমি মৌরিজিও কাটেলানের শিল্পকর্মের একজন ভক্ত। তার এই কাজটি আমার খুবই ভালো লেগেছে।

এদিকে, শিল্পকর্মটি যিনি কিনেছিলেন তিনি যে সবকিছু হারিয়েছেন তা নয়। যে চুক্তিতে শিল্পকর্মটি বিক্রি করা হয়েছে তাতে শিল্পী আরেকটি সংস্করণ পুনরায় মালিককে বুঝিয়ে দিতে পারবেন।

গ্যালারির পরিচালক লুসিয়েন টেরাস বলেন, ‘ডাটুনা শিল্পকর্মটি ধ্বংস করে ফেলেননি। কলা ছিল একটি আইডিয়া মাত্র। কয়েক মিনিট পরেই দেয়ালে আরেকটি কলা লাগানো হয়েছে। আইডিয়ার মৃত্যু নেই, তা বেঁচে থাকে।’

Bootstrap Image Preview