Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আগামীর নির্মাতাদের ৩ ছবির প্রিমিয়ার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:৩৬ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview


দেশের তরুণ নির্মাতাদের জন্য একটি প্ল্যাটফর্ম করার প্রচেষ্টায় মেরিল-প্রথম আলো তৈরী করেছে ‘ফেইম ফ্যাক্টরী’। সেখান থেকে তারা আয়োজন করেন ‘আগামীর নির্মাতা’ প্রতিযোগীতা। প্রতিযোগিতায় সেরা তিনে আসেন তাসমিয়াহ্ আফরিন মৌ, লস্কর নিয়াজ মাহমুদ ও তানভীর আহম্মদ।

এ তিন নির্মাতা রেদওয়ান রনি, মেজবাউর রহমান সুমন ও আশফাক নিপুণের তত্ত্বাবধানে নির্মাণ করেন ‘পারফর্মার’, ‘যদি জানতে’ ও ‘এসো সুসংবাদ এসো’। ছবিগুলো এবার প্রিমিয়ার হবে আগামী ১৪-১৬ ডিসেম্বর টেলিভিশন চ্যানেল আরটিভি এবং অনলাইন স্ট্রিমিং সাইট বঙ্গ, আইফ্লিক্স ও বায়োস্কোপে।

‘আগামীর নির্মাতা’ প্রতিযোগিতায় সারাদেশ থেকে ১০০জন মধ্য থেকে ১০জন তরুণ নির্মাতাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। তারা একটি কর্মশালায় অংশ নেন। যেটি তিনটি ভাগে বিভক্ত ছিলো— স্ক্রিপ্ট রাইটিং, ফিল্ম প্রোডাকশন ও স্টোরিটেলিং।

স্ক্রিপ্ট রাইটিংয়ের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে সেশন নয়িছেলিনে গিয়াস উদ্দিন সেলিম এবং রুবাইয়াত হোসেন। ফিল্ম প্রোডাকশনের নানা আঙ্গিক নিয়ে সেশন নয়িছেলিনে অমিতাভ রেজা চৌধুরী এবং আবু শাহেদ ইমন। ফিল্মের স্টোরিটেলিং-এর উপর মোস্তফা সরয়ার ফারুকী এবং মেজবাউর রহমান সুমন কথা বলেছিলেন।

নির্বাচিত দশজন প্রতিযোগী মেরিল-প্রথম আলোর আর্থিক ও কারিগরি সহায়তায় ছবি নির্মাণ করেন । সেখান থেকে সেরা তিনজন নির্বাচিত করা হয়। প্রথম বিজয়ী হিসেবে তাসমিয়াহ্ আফরিন কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ ‘মার্শ দ্যু ফিল্ম’-এ অংশগ্রহণের সুযোগ পান ।

Bootstrap Image Preview