Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়ল থানার ছাদ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০৫:০৩ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ০৫:০৩ PM

bdmorning Image Preview


মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মালির অংক এলাকায় নির্মাণাধীন থানা ভবনের বারান্দার ঢালাইয়ের ছাদ ধসে পড়ে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ভেতরে আটকা পড়ে আছেন আরেক শ্রমিক।

বৃহস্পতিবার দুপুরে আড়াইটার দিকে লৌহজং থানার নির্মাণাধীন নতুন ভবনের বারান্দার ছাদের ঢালাই কাজ করার সময় পিলারসহ ধসে পড়ে।

লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, ধসে পড়া স্তূপের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় তিন নির্মাণ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের ভেতর এখনো এক নির্মাণ শ্রমিক আটকা পড়ে আছে।

সেখানে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আহতদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।

Bootstrap Image Preview