Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ফাতি জন্মগত স্ট্রাইকার, বহুদূর যাবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০২:৩৬ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ০২:৩৬ PM

bdmorning Image Preview


লিওনেল মেসির মঞ্চে আনসু ফাতির বন্দনা। ১৭ বছর বয়সী ফুটবলারের গোলে একদিন আগেই জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তিনি সর্বকনিষ্ঠ স্কোরার।

চ্যাম্পিয়ন্স লিগে ওই ম্যাচ ছিল বার্সার কাছে নিয়মরক্ষার। মেসিকে বিশ্রাম দেয়া হয়েছিল। এমন ম্যাচে ইতিহাসে ঢুকে যান ফাতি। তার আগে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ স্কোরার হিসেবে রেকর্ড ছিল পিটার ওফরি কুয়ায়ের। অলিম্পিয়াকোসের এ ফুটবলার গোলটি করেছিলেন ১৯৯৭ সালে। তখন তার বয়স ছিল ১৭ বছর ১৯৫দিন। সেখানে ফাতির বয়স ১৭ বছর ৪০দিন।

সান সিরোতে ইন্টারের মাঠে ফাতির গোল নিয়ে শুধুই আলোচনা। ফাতির নিজের কথায়, ‘আমি সুয়ারেজের পাস থেকে গোল করার পর দেখলাম গ্যালারি পুরো শান্ত। দারুণ এক অভিজ্ঞতা।’

ফাতির গতির ফুটবল নিয়ে কথা বলেছেন কোচ আর্নেস্টো ভালভার্দে। তার কথায়, ‘ফাতির গোলটি একবারে সময়মতো হয়েছে। লা লিগাতে সে গোল করার পরে বুঝতে পেরেছিলাম, সুযোগ পেলে আবার তা কাজে লাগাতে পারবে। সেটা ফাতি করে দেখাল। আবারও বলছি, ফাতি জন্মগত স্ট্রাইকার। সুযোগসন্ধানীও। আশা রাখি,বহুদূর এগোবে।’

হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়ে ইন্টার কোচ অ্যান্থনিও কন্তের মুখেও বার্সার টিনএজার ফুটবলারের প্রশংসা। কন্তের মন্তব্য, ‘তার গোল আমাদের ছিটকে দিয়েছে ঠিকই। কিন্তু গোলের প্রশংসা না করে পারছি না।’

Bootstrap Image Preview