Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামায়াতে ইসলাম থেকে সাবেক সচিবের পদত্যাগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৬ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৬:৫০ PM

bdmorning Image Preview


 

সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করলেন । মঙ্গলবার দুপুরে দলের আমির ডা. শফিকুর রহমানের কাছে নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠান ।

পদত্যাগপত্রে সোলায়মান চৌধুরী বলেন, ‘আশা করি ভালো এবং সুস্থতার সঙ্গে আপনার উপর অর্পিত দায়িত্ব আমানতদারিতার সঙ্গে পালন করছেন।’

‘আমি এ.এফ.এম সোলায়মান চৌধুরী অদ্য ১০ ডিসেম্বর-২০১৯, মঙ্গলবার বেলা ১টা ৫০মিনিট বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য পদে ইস্তফা প্রদান করলাম। সংগঠনের সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করলাম।’

সংবাদ মাধ্যমকে সোলায়মান চৌধুরী জানান, একান্তই ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। এর বেশি কিছু বলতে চাননি তিনি।

একটি সূত্র থেকে জানা যায়, ৭ ডিসেম্বর চট্টগ্রামে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’র একটি আঞ্চলিক কর্মশালায় যোগ দেন সোলায়মান চৌধুরী। এরপর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা করেন। ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’র নেতৃত্বে আছেন জামায়াত থেকে বহিষ্কৃত মজিবুর রহমান মনজু।

 

Bootstrap Image Preview