Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আগামী বছর চালু হচ্ছে ফাইভ জি : মোস্তাফা জব্বার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৪ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফিফথ জেনারেশন (ফাইভ জি) সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী বছর ফাইভ জি-তে পা দেবে বাংলাদেশ। ইতিমধ্যে ফাইভ-জি সম্প্রসারণের রোডম্যাপ তৈরি করা হয়েছে।

সোমবার(৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ডিজিটাল ও সাইবার নিরাপত্তা বিষয়ে সাত সদস্যের একটি আমেরিকান বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ফাইভ-জি শিল্প, বাণিজ্য, কৃষি, শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে অভাবনীয় ভূমিকা পালন করবে। ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমেরিকান মালিকানাধীন কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যম যে অনেক সময় চ্যালেঞ্জ তৈরি করছে, সে বিষয়টি প্রতিনিধি দলকে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব রটানো, জঙ্গিবাদ, সন্ত্রাসের বিস্তার ঘটানো হচ্ছে।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নুর-উর- রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মোহসিনুল আলম, ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাইবার বিশেষজ্ঞ জন পিলেটিস, লিসা জি এবং ড্যানিয়েল লারসনসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview