Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:০২ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক ব্যুরোর পৃষ্ঠপোষকতায় সেদেশের প্রতিষ্ঠানগুলোতে নন-ডিগ্রী আন্ডারগ্রাজুয়েট একচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন বাংলাদেশের আগ্রহী শিক্ষার্থীরা। স্কলারশিপের জন্য বাংলাদেশি উচ্চ মাধ্যমিক পাশ মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নিচ্ছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। ২০২০ ইউগ্রেড এক্সচেঞ্জ প্রোগ্রামে ভর্তির জন্য এই আবেদন নেয়া হচ্ছে। ২০২০ ইউগ্রেড এক্সচেঞ্জ প্রোগ্রামের মেয়াদ এক সেমিস্টার।

জানা যায়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এই কোর্সে পড়ার জন্য আবেদন করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বর্তমানে যারা আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে ভর্তি রয়েছেন তারাই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

গ্লোবাল ২০২০ ইউগ্রেড প্রোগ্রাম এই কোর্সে পড়ার জন্য এক সেমিস্টারের জন্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিবে। এই কোর্সে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণকালীন কোর্সে ভর্তি হবেন। প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মেলবন্ধন, লেনদেন এবং যুক্তরাষ্ট্রের একাডেমিক ও শ্রেণিকক্ষ সংস্কৃতির সঙ্গে সংস্পর্শের পর্যাপ্ত সুযোগ পাবেন তারা। নতুন একাডেমিক পরিবেশে অংশগ্রহণকারীদের সফলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সাথে থাকবেন। তাদেরকে কিছু কমিউনিটি কাজে অংশ নিতে হবে। এর বাইরে প্রোগ্রামের একাডেমিক অংশের সঙ্গে মিল রেখে একটি ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে। ইন্টার্নশিপে অংশগ্রহণকারীদের পড়াশোনার ক্ষেত্র এবং অথবা ক্যারিয়ার পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত হবে।

এই কোর্সের প্রার্থীরা হবেন বাংলাদেশি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দৃঢ়প্রতিজ্ঞ শিক্ষার্থী যারা একাডেমিক কাজ, কমিউনিটির সঙ্গে সংশ্লিষ্টতা এবং পাঠক্রম বহির্ভূত কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করবেন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় অঙ্গনে সাফল্যের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় ভাল দক্ষতা থাকতে হবে। আবেদনকারীদের যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অভিজ্ঞতাহীন বা সামান্য অভিজ্ঞতার অধিকারী হতে হবে।

আগ্রহী প্রার্থীদের এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে:

https://www.worldlearning.org/program/global-undergraduate-exchange-program/?apply=now

Bootstrap Image Preview