Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে বইছে শুরু করেছে শীতের হিমেল হাওয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:২৫ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:২৫ PM

bdmorning Image Preview


দেশে বইছে শীতের হিমেল হাওয়া। দিচ্ছে পৌষের আগমনি বার্তা। এরইমধ্যে রাজধানীর বাইরের জেলাগুলোয় বেশ জেঁকে বসেছে শীত। বিশেষ করে জবুথবু উত্তরাঞ্চলের মানুষ।

হিমালয়ের কোলঘেষা হওয়ায় গেলো কয়েকদিন থেকেই তাপমাত্রা কমছে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। দিন দিন তাপমাত্রা আরও কমে আসছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

বেশ কয়েকদিন থেকেই পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।গত শনিবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ও শুক্রবার ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস। রাত ও ভোরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসলেও দুপুর থেকে বিকেল পর্যন্ত তা গিয়ে দাঁড়ায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে।

এখন বিকেল গড়াতেই এ জেলায় তাপমাত্রা কমতে থাকে। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত হালকা কুয়াশার সাথে সাথে উত্তরে হিমালয় থেকে ভেসে আসে ঠান্ডা বাতাস। রাতে পথঘাটে কুয়াশার জন্য যানবাহন চলতে সমস্যা হয়।

সকাল ৮ টার পর থেকেই কুয়াশা কেটে যায়। ঝলমলে রোদের দেখা মিলে। কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হয়। শহরের চেয়ে গ্রামাঞ্চলে ঠান্ডার প্রকোপ বেশি।

এদিকে দরিদ্র শীতার্তদের জন্য প্রথম দফায় প্রায় ২১ হাজার শীতবস্ত্র পঞ্চগড়ের পাঁচটি উপজেলার মাধ্যমে বিতরণের প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন।

Bootstrap Image Preview