Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অ্যাডাল্ট কনটেন্ট মুক্ত ব্রাউজার উদ্ভাবন করলেন নেত্রকোনার তরুণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


অ্যাডাল্ট কনটেন্ট মুক্ত শিক্ষার্থী বান্ধব ব্রাউজার আবিষ্কার করে নতুন প্রজন্মকে রীতিমতো চমকে দিলেন নেত্রকোনার দুর্গাপুরের অদম্য মেধাবী শিক্ষার্থী মুহ্তাসিম আলম মারুফ। উদ্ভাবক ব্রাউজারের নাম দিয়েছেন ‘ ৩৬০ ব্রাউজার’।

ব্রাউজারের উদ্ভাবক একাদশের শিক্ষার্থী মারুফ জানান, আমি ছোট থেকেই বিজ্ঞানের সৃষ্টি, তার কৌশল আর ভাবনা নিয়ে প্রায় সময়ই একা একা ভাবতাম। আর সেই ভাবনা থেকেই নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের অ্যাডাল্ট কনটেন্ট মুক্ত শিক্ষার্থী বান্ধব একটি ব্রাউজার তৈরির পরিকল্পনা করতে থাকি।

আমার শিক্ষক ও সহপাঠীদের নিয়ে পুরো ১ মাস সময় নিয়ে এ ব্রাউজারটি তৈরি করি।চলতি বছরের সেপ্টেম্বর মাসে শেষের দিকে ব্রাউজারটি তৈরি করার স্বপ্ন দেখেন মারুফ।
এছাড়াও ব্রাউজারগুলোর ফাঁদে পড়ে নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভবিষ্যত।

তিনি আরো বলেন, ৩৬০ ব্রাউজার নামের উদ্ভাবিত এই ব্রাউজারটি অ্যান্ড্রওয়েড ফোনগুলোর জন্য বেশ উপকারী। বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারের অনেক ব্রাউজার রয়েছে বাজারে। কিন্তু ব্রাউজারগুলোতে অ্যাডাল্ট কনটেন্ট আর শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর নানা রকম বিজ্ঞাপন থাকায় তাদের জন্য অনেকটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তাই শিক্ষার্থীদের অল্প সময়ের মাঝে প্রয়োজনীয় তথ্য সুবিধা নিশ্চিত করবে এই ৩৬০ ব্রাউজার। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সাইটের ওয়েব এড্রেসও অ্যাড করা হয়েছে ব্রাউজারটিতে।

গত ১ ডিসেম্বর ৩৬০ ব্রাউজারটির পুরোপুরি কাজ শেষ করে মারুফ। এর মাঝে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা খবর শুনে কলেজের শিক্ষকদের জানান তিনি।

পরে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সহায়তায় মেলায় ৩৬০ ব্রাউজারটি প্রদর্শন করেন মারুফ। মেলায় বেশ জনপ্রিয়তা লাভ করে তার এই ব্রাউজারটি।

বৃহস্পতিবার দুপুরে মেলা চত্বরেই মারুফের উদ্ভাবিত ইন্টারনেট ব্যবহারের ৩৬০ ব্রাউজারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও ফারজানা খানম।

Bootstrap Image Preview