Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

র‌্যাগিংয়ে জড়িত থাকায় বুয়েটের আট শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৫১ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


র‌্যাগিংয়ে জড়িত থাকার দায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিতুমীর হলের আট শিক্ষার্থীকে হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এক ছাত্রকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের সভায় সর্বমোট ১৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

একাডেমিক কার্যক্রম (বিভিন্ন মেয়াদে) ও হল থেকে আজীবন বহিষ্কৃতরা হলেন- মো. তানভীর হাসনাইন, আসিফ মাহমুদ, মুনতাসির আহমেদ খান, মির্জা মোহাম্মদ গালিব, মো. জাহিদুল ইসলাম, মো. মুস্তাসিন মঈন, মহিবুল্লাহ হক মুগ্ধ ও আনফালুর রহমান।

আবাসিক হল থেকে (বিভিন্ন মেয়াদে) বহিষ্কৃতরা হলেন, মোহাম্মদ সায়াদ ও মাহমাদুল হাসান রবিনকে জাহিদুল ইসলাম, জিহাদুর রহমান, মো. এহসানুল সাদ, আবিদ–উল কামাল। এছাড়া মো. হাসিবুল ইসলামকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

Bootstrap Image Preview