Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, অক্টোবার ২০২০ | ৮ কার্তিক ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

ইতালি থেকে বাংলাদেশি ইমাম বহিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩৩ AM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩৩ AM

bdmorning Image Preview


মসজিদে ধর্মীয় শিক্ষা নিতে আসা শিশুদের নির্যাতনের অভিযোগে একজন বাংলাদেশিসহ ২ জনকে  বহিষ্কার করেছে ইতালি। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি জানায়, বাংলাদেশি এক ইমাম ভেনিস শহরের কাছের পাডুয়া অঞ্চলে ইসলামিক কালচারাল সেন্টারে কর্মরত ছিলেন। সেখানে কোরআন শিখতে আসা শিশুদেরকে তিনি বেত দিয়ে মারতেন, যা ইতালির আইন বিরোধী। বহিষ্কৃত এ ইমামের নাম জুনায়েদ আহমেদ (১৯) বলে জানা গেছে।

ইতালির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবর মাসে বহিষ্কৃত এ ইমামকে শিশু নির্যাতনের অভিযোগে আটক করে দেশটির পুলিশ।

সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়, ইসলামিক সেন্টারটিতে পড়তে আসা ৫ থেকে ১০ বছর বয়সি শিশুদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করতেন এ ইমাম। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত করে এবং অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তাকে আটক করে।

এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতালিতে বসবাসরত এক মরোক্কান নাগরিককেও বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে রোম দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক জানান, যদি তার বৈধ পাসপোর্ট থাকে তাহলে পুলিশ দূতাবাসকে অবগত না করার সম্ভাবনা রয়েছে। আর পাসপোর্ট না থাকলে দেশে পাঠাতে অবশ্যই দূতাবাস থেকে টিটি নিতে হবে।

Bootstrap Image Preview