Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকল বাগেরহাটের সকল পেট্রোল পাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৬ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জ্বালানি তেল বিক্রির কমিশন সাড়ে ৭ শতাংশ বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাগেরহাটের সব ফিলিং স্টেশন।

রবিবার (১ ডিসেম্বর) সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে পেট্রোল পাম্প ও ট্যাংক লড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদ যৌথভাবে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করছে। এই তিন বিভাগে প্রায় দুই হাজার পেট্রোল পাম্পের পাশাপাশি ধর্মঘটের আওতায় ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।

বাগেরহাটের এক পেট্রোল পাম্প মালিক কাজী মো. বাশার বলেন, তেল বিক্রিতে যে কমিশন দেয় তা থেকে শ্রমিকদের বেতন দিয়ে লাভ থাকে সীমিত। বিভিন্ন সময়ে এই কমিশন বৃদ্ধিসহ নানা দাবি সরকারের কাছে জানিয়ে আসছি। তবে আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। তাই ধর্মঘট শুরু করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই ধর্মঘট চলবে।

বাগেরহাট শহর ও মহাসড়কের আশেপাশের বিভিন্ন পেট্রোল পাম্প কাপড় দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে। এই সুযোগে অনেক খুচরা তেল দোকানি গোপনে বেশি দামে তেল বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। অনেকে আবার পার্শ্ববর্তী জেলা পিরোজপুর ও গোপালগঞ্জ থেকে ছোট-বড় যানবাহনের জন্য তেল সংগ্রহ করছেন।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর পেট্রোল পাম্প ও ট্যাংক লড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদ বগুড়ায় সংবাদ সম্মেলনে ধর্মঘটের এ ঘোষণা দেওয়া হয়।

Bootstrap Image Preview