Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীর গর্ব কনকের গিনেস বুকে ৭ম বার বিশ্বরেকর্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফুটবল হাঁটুতে রেখে দক্ষতার সাথে ব্যালেন্স করে ৭ম বারের মতো গিনেস বুকে নিজের নাম লেখালেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কনক কর্মকার। কনক হাঁটুর উপর ফুটবলকে ৩ মিনিট ২৪ সেকেন্ড ভারসাম্য করে এই রেকর্ড করে।

পূর্বের রেকর্ড ছিল ২ মিনিট ২৩ সেকেন্ড, যা ছিল আমেরিকান নাগরিক পার্কার এর দখলে। এবার তার রেকর্ড ভেঙ্গে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচু করলেন কনক। ৭ম বারের মতো গিনেস রেকর্ড গড়ার ক্ষেত্রে কনক কে স্পন্সর করেছে ক্রীড়া-বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।   

কনক কর্মকারের সাথে সাক্ষাতকারে তিনি বলেন, আমার ইচ্ছা আরও অনেকগুলো বিশ্ব রেকর্ড করার, আমার প্রিয় জম্মভুমি বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করা। ভাল পৃষ্ঠপোষকতা পেলে আমি আরও এগিয়ে যাবো, বলতে পারব আমি একজন বাংলাদেশী। সবার সার্বিক সহযোগিতা পেলে আমি বাংলাদেশের জন্য আরও অনেকগুলো বিশ্ব রেকর্ড ছিনিয়ে আনতে পারবো ,সবাই আমার জন্য দোয়া করবেন।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গনিপুর গ্রামে কনকের জন্ম। এক ভাই এক বোনের মাঝে সে বড়।  নোয়াখালীর প্রাচীন ঐতিহ্যবাহী চেীমুহনী সরকারী এস.এ কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী কনক।

নিজের মাঝে খুঁজে পাওয়া অসাধারণ ব্যালেন্সিং এর দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের একটা পরিচয় গড়তে চেয়েছিলেন তিনি।প্রথম দিকে পরিবারের কারও কাছ থেকে উৎসাহ না পেলেও নিজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন অনুশীলনে বিভোর রইলেন কনক, যার ফলে ৭ম বারের মত গিনেস বুকে নিজের নাম লেখালেন তিনি।  

কনকের পূর্বের রেকর্ড গুলো হলোঃ–
Most Cup balanced on the forehead is 1150.
2nd Record :
Longest duration balancing a guiter is 25 minute.
3rd Record :
The most basketball neck catches in one minute is 36 time.
4th Record :
Longest duration balancing a guitar on the chin is 15 minute 39 second.
5th Record:
Most eggs balanced on back of hand is 15
6th Record :
Longest duration balancing a lawnmower on the chin is 7 minute.
7th Record :
Longest time balancing a football on the knee is 3 minute 24 second.

 

Bootstrap Image Preview