Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একই লাইনে মেইল ট্রেনের মুখোমুখি কপোতাক্ষ এক্সপ্রেস, অল্পের জন্য বেঁচে গেলো হাজারো যাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০৫:৫০ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ০৫:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এক লাইনে উঠে পড়েছিল দুটি ট্রেন। কিন্তু চালকের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটির হাজারো যাত্রী। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জগামী ৬ ডাউন মেইল ট্রেনটি আগে থেকে আড়ানী স্টেশনের ১নং লাইনে অবস্থান করছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিও একই লাইনে ঢুকে পড়ে। এতে দুই ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কপোতাক্ষ এক্সপ্রেসের চালক দক্ষতার সঙ্গে তার ট্রেনটি অন্য ট্রেনটি থেকে মাত্র ৩০ ফুট দূরে থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটির শত শত যাত্রী।

রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মোহাম্মদ আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, মেইল ট্রেনটি আগে থেকেই আড়ানী স্টেশনের ১নং লাইনে অবস্থান করছিল। এ সময় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ওই লাইনে ঢুকে পড়ে। পয়েন্টসম্যান ২নং লাইন ক্লিয়ার না দিয়ে ১নং লাইনে কপোতাক্ষ এক্সপ্রেসকে ক্লিয়ার দিয়েছিলেন। আর এতেই মুখোমুখি চলে আসে ট্রেন দুটি। তবে গতি কম থাকায় কপোতাক্ষ এক্সপ্রেসের চালক দক্ষতার সঙ্গে ট্রেনটি থামিয়ে দিয়েছেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটির যাত্রীরা।

তিনি আরও জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুস সোবাহানকে এই কমিটির প্রধান করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview