Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিজড়া সর্দার কাজলীকে আগুনে পুড়িয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০৫:২৫ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ০৫:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সাভারের আশুলিয়ায় নিজ মালিকানাধীন বাড়ির থেকে কাজলী (৪৫) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সকালে আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া মহল্লার নির্মাণাধীন তিন তলা বাড়ির নিচতলার কক্ষ থেকে নিহতের আগুনে পোড়া লাশটি উদ্ধার করেছে থানা-পুলিশ।

নিহতের সঙ্গীয় হিজড়াদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে কাজলীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে ওই হিজড়া নেতার পুড়ে যাওয়া লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

থানা-পুলিশ ও নিহতের সঙ্গীরা জানান, নয়াপাড়া এলাকার নিজ মালিকানাধীন বাড়িটির নিচতলার একটি কক্ষে থাকতেন কাজলী। রবিবার সকালে আগুন লাগার খবর পেয়ে অন্য হিজড়া সদস্যরা কাজলীর বাসায় এসে আগুনে পুড়ে যাওয়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ নিহত কাজলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার অঞ্চলের হিজড়া সরদার ও নিহত কাজলীর গুরু আব্দুল হিজড়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই কাজলকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কারণ কয়েক মাস পূর্বে প্রাইভেটকারে করে কাজলী ও তার কয়েকজন সঙ্গী হিজড়া রাজধানীতে যাওয়ার সময় পথে দুর্বৃত্তরা তাদের গাড়িতে গুলি চালিয়েছিল। এ ঘটনায় দায়েরকৃত মামলার বিষয়ে খোঁজখবর রাখত কাজলী। এরই জেরে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দীপু জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহত হিজড়া সর্দারের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview