Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফের শাওমির ফোনে বিস্ফোরণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ০৯:১৮ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ০৯:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শাওমির স্মার্টফোনে ‘কোনো কারণ ছাড়াই’ আগুন ধরে যাওয়ার আরেকটি অভিযোগ উঠেছে। এবার মুম্বাইয়ের এক ব্যবহারকারী ফেইসবুক পোস্টে বিস্ফোরিত ফোনের ছবিসহ নিজের অভিযোগ তুলে ধরেছেন।

গত জুনে বাংলাদেশের এক সাংবাদিক একই অভিযোগ করেন। এই কোম্পানির ফোন নিয়ে গত কয়েক বছরের ভেতর এমন একাধিক অভিযোগ পাওয়া গেল।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের এক যুবকের রেডমি নোট ৭এস ফোনে আগুন ধরে যায়। শাওমি সংবাদমাধ্যমটির কাছে দাবি করে, কোম্পানির ত্রুটি নয়; ব্যবহারকারীর কারণেই ফোনে আগুন ধরেছে।

ঈশ্বর চাবান নামের ওই ব্যবহারকারী বলছেন, ‘গত অক্টোবরে ফ্লিপকার্ট থেকে ফোনটি কিনি। ২ নভেম্বর পর্যন্ত ঠিক ছিল। সেদিন বিকেলে টেবিলের ওপর রাখা ফোনে হঠাৎ দেখলাম আগুন ধরে গেছে।’

চাবানের দাবি, ওই সময় তার ফোন চার্জে ছিল না।

শাওমি বলছে, কোনোভাবে ব্যাটারির ওপর শক্তি প্রয়োগ করায় ফোন বিস্ফোরিত হয়েছে।

Bootstrap Image Preview