Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনার অ্যাকশন শুরু, দুর্নীতিবাজরা হুঁশিয়ার: ওবায়দুল কাদের

তানজীম শহীদ শান্ত
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ০৮:২৯ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০৩:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দুর্নীতিবাজদের উদ্দেশ্যে সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'সন্ত্রাসবাদী, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি চলবে না। আপনারা সবাই হুঁশিয়ার হয়ে যান, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। দুর্নীতিবাজদের মেরুদণ্ড ভেঙে দেয়া পর্যন্ত শেখ হাসিনার অ্যাকশন চলবে।'

মঙ্গলবার (১৯ নভেম্বর) গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতিবাজদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দুর্নীতি আর দুর্নীতিবাজদের চক্র ভেঙে দিতে হবে। আমাদের নেত্রীর মাধ্যমে এত অর্জন এত উন্নয়ন এসব কিছুর সোনালী ফসল ঘরে তুলতে হবে। মনে রাখতে হবে উন্নয়ন আর অর্জনের কোনও দাম নাই, যদি আচরণ খারাপ হয়।

নতুন সড়ক আইন সম্পর্কে তিনি বলেন, আমি সড়ক পরিবহনের নেতাদের প্রতি অনুরোধ করছি আইন মেনে চলুন। আইন করা হয়েছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কাউকে শাস্তি দেয়ার উদ্দেশ্য নয় কাজেই অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি আজ ভারত নিয়ে কথা বলে। তারা চুক্তি নিয়ে কথা বলে। কিন্তু চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্যই তারা বোঝে না। শেষ বেলায় বিএনপি নেতারা আজ ইস্যু খুঁজে বেড়াচ্ছে। তাদের হাতে কোনও ইস্যু দেয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ।

সভায় আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা জেলা পরিষদ চেয়ারম্যান ডাকসুর সাবেক ভিপি আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন নাহার ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ প্রমুখ।

 

Bootstrap Image Preview