Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার রংপুরে ট্রেন দুর্ঘটনা, ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ইঞ্জিনসহ চারটি বগিতে আগুন ধরে যাওয়ার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। যার ফলে হাজারো যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পৌনে দুইটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেনের কাছ থেকে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ইঞ্জিনসহ চারটি বগিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তাছাড়াও স্থানীয় জনগণ তাদের দিকে সহযোগিতার হাত বাড়ান। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই রুটের মাধ্যমে ঢাকা-কলকাতাও রেল চলাচল করে থাকে আর তাই বর্তমানে কলকাতাগামী ট্রেন চলাচল স্থগিত রয়েছে।

দুর্ঘটনাকবলিত স্থানে পরবর্তীতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন।

Bootstrap Image Preview