Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিপাইনে ৬.৬ মাত্রার ভূমিকম্পে নিহত ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯, ০৯:৪৩ AM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৯, ০৯:৪৩ AM

bdmorning Image Preview


ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে সাতজন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের রাজধানী দাভাও সিটি থেকে ৬০ মাইল দূরে এবং বুয়াল থেকে ১৪ কিলোমিটার দূরে।

ভয়াবহ ওই ভূমিকম্পের সময় আশাপাশে দ্বীপগুলোতে কোনও সুনামি সতর্কতা জারি করেনি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস).

শক্তিশালী এই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মাত্র দুই সপ্তাহ আগে মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছিল। ভয়াবহ ওই ভূমিকম্পে পাঁচজন নিহত হয়।

গতকালের ভূমিকম্পের সময় ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, মানুষজন নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াচ্ছে এবং ভয়ার্ত চোখে তাদের কম্পনরত ভবনগুলো দেখছে।

ফিলিপাইন তথাকথিত ‘রিং অব ফায়ার’ এলাকার পাশে অবস্থিত। তাই সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। এর আগে ২০১৩ সালের অক্টোবর মাসে বোহল দ্বীপে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ১০০ জন নিহত হয়।

Bootstrap Image Preview