Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, জুলাই ২০২০ | ২৬ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

বাগদাদি হত্যার ঘটনায় ট্রাম্পের প্রশংসায় সৌদি যুবরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯, ০৯:৩৭ AM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৯, ০৯:৩৭ AM

bdmorning Image Preview


সিরিয়ায় অভিযানে ইসলামিক স্টেট (আইএস) নেতা ‘বাগদাদি হত্যা’র ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি।

ওই অভিযানকে উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন যুবরাজ। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সে সময় ‘সন্ত্রাসবিরোধী লড়াই’য়ে রিয়াদের সহযোগিতার প্রশংসা করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কথিত সন্ত্রাসবিরোধী জোটে সৌদি আরব যোগ দেওয়ার পর রিয়াদের ওপর হামলা চালানোর আহ্বান জানিয়েছিলেন আইএস নেতা আবু বকর আল বাগদাদি।

বিভিন্ন প্রচারণামূলক ভিডিওতেও বাগদাদিকে সৌদি রাজপরিবারের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে। সৌদি আরবে সংঘটিত বেশ কয়েকটি বোমা ও বন্দুক হামলার দায় শিকার করেছে আইএস।

যুক্তরাষ্ট্রের তরফে বাগদাদির মৃত্যুর দাবি সামনে আনার পর মঙ্গলবার প্রথমবারের মতো এনিয়ে প্রকাশ্য মন্তব্য করেন সৌদি যুবরাজ।

সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে বাগদাদির মৃত্যুকে ‘নতুন যুগের সূচনা’ বলে আখ্যা দেন মোহাম্মদ বিন সালমান।

ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প তার কথিত সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে বলেন, ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে এ সংক্রান্ত সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সিরিয়ার ইদলিবের তুরস্ক নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক অভিযানে আইএস নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছে।

বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের ধারাবাহিকতায় হোয়াইট হাউজের পক্ষ থেকেও রবিবার দাবি করা হয়, শনিবার মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি। তবে স্বাধীন কোনও সূত্র থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়া এরইমধ্যে ট্রাম্প প্রশাসনের দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছে।

Bootstrap Image Preview