Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, জুলাই ২০২০ | ৩১ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দেয় ভারতঃ রিভা গাঙ্গুলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯, ০৯:৪১ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৯, ০৯:৪১ PM

bdmorning Image Preview


প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দেয় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি। এ সময় বাংলাদেশ ভারতের দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার রাজধানীর নিটোর (জাতীয় অর্থপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র) মিলনায়তনে পা হারানো ৭৫০ জনের মধ্যে কৃত্রিম পা হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রিভা গাঙ্গুলি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ অন্যরা। ভারতের জয়পুর ফুট ইন্ড্রাট্রিজের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে নিটোর ও বাংলাদেশ অর্থপেডিক্স সোসাইটি।

Bootstrap Image Preview