Bootstrap Image Preview
ঢাকা, ২৬ সোমবার, অক্টোবার ২০২০ | ১১ কার্তিক ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে গোলাগুলিতে বিএসএফ জওয়ান নিহত, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯, ০৯:৫৮ AM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৯, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


রাজশাহীর পদ্মা নদীর বাংলাদেশ সীমান্তের মধ্যে এসে ইলিশ ধরার সময় ভারতীয় জেলেকে আটক করাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ’র গোলাগুলিতে এক বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এ তথ্য জানতে পেরেছি বিজিবির মাধ্যমে। এ সময় কয়েকজনকে আটক করলে তারমধ্যে একজন বিএসএফ জওয়ানও ছিল। তাকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করার কথা জানালে তারা পালানোর চেষ্টা করে এবং ওপেন ফায়ার করে। তখন আমাদের সীমান্তরক্ষী বাহিনীও পাল্টা ওপেন ফায়ার করলে তাতে অনাকাঙ্ক্ষিতভাবে এক জওয়ান নিহত হয়।’

সরকারের এ মন্ত্রী বলেন, ‘ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই এ ধরনের ঘটনা ঘটলে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে এগুলো সমাধান করি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

এর আগে আজ বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর একজন ভারতীয় জেলেকে আটক করে বিজিবির চারঘাট করিডর সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে। তার ইলিশ শিকারের জালও জব্দ করা হয়েছে।

Bootstrap Image Preview