Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীয়তপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


মাননীয় সংসদ সদস্য এম পি পারভীন হক সিকদারের সহযোগিতা ও উদ্যোগে "মাদকমুক্ত যুব সমাজ চাই, ক্রীড়া চর্চ্চার বিকল্প নাই" এ স্লোগানে মধ্য দিয়ে শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল শেখ রাশেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

সমাজ থেকে নিষিদ্ধ নেশার পরির্বতে যুব সমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক দিকে ফিরিয়ে আনার লক্ষ্যে বিশিষ্ঠ সমাজ সেবিকা পারভিন হক সিকদার এমপি'র নির্দেশে ও সজল সিকদারের ব্যবস্থাপনায় ১৮টি দলের অংশগ্রহনে মাসব্যাপী চলা টুর্নামেন্টের ফাইনাল খেলাটি গতকাল রবিবার (১৩অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় কার্তিকপুর বিগ ফাইটারের গোলে কার্তিকপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ভেদরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল মান্নান, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বিপ্লব সিকদার, ন্যাশনাল ব্যাংক লি: এর আঞ্চলিক শাখা প্রধান ইস্কান্দার আলি ফকির, মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব কামরুজ্জামান, সরদার আব্দুর রব মাস্টার ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

এসময় উপস্থিত বক্তারা শেখ রাশেল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে পারভীন হক সিকদার এমপিকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমাদের মহিলা এমপি তার পিতার ন্যায় শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চ্চা বৃদ্ধি করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তার নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে কাজ করে যাবো।

Bootstrap Image Preview