Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাস্তার বেহাল দশা, ট্রাকের সঙ্গে বেঁধে ঘুরানো হল মেয়রকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


নির্বাচনের আগে রাজনীতিবীদরা বিভিন্ন প্রতিশ্রুতি দেন ভোটারদের কাছে। কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি রাখে, এমন রাজনীতিবীদের সংখ্যা খুবই কম। প্রতিশ্রুতি পূরণ না করায় মেক্সিকোর একজন মেয়র যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, এমন পরিস্থিতি খুবই কমই হয়ে থাকে।

সময়মত প্রতিশ্রুতি পূরণ না করায় ওই মেয়রকে যেভাবে শায়েস্তা করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ওই মেয়র।

বিবিসির খবরে বলা হয়, মেক্সিকোর লাস মার্গারিটাস শহরে মেয়র নির্বাচিত হয়েছিলেন জর্জ লুইস স্ক্যান্ডন হার্নান্ডেজ। নির্বাচনের সময় শহরের বেহাল রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু জেতার পরও সেই রাস্তা মেরামত না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা চার মাস আগে মেয়র অফিস ভাঙচুর করেছিল ।

তাতেও কাজ না হওয়ায় সম্প্রতি অফিস থেকে তুলে আনা হয় মেয়রকে। তারপর ট্রাকের পেছনে রশি দিয়ে বেঁধে ওই বেহাল রাস্তার ওপরই নেয়া হয় তাকে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।

গত ৮ অক্টোবর মেক্সিকোর লাস মার্গারিটাস শহরে এমন অদ্ভূত কাণ্ডটি ঘটে।

১৭ সেকেন্ডর ওই ভিডিওতে দেখা যায়, মেয়র স্ক্যান্ডন হার্নান্ডেজকে একটি ট্রাকের পেছনে দড়ি দিয়ে বাঁধা হয় এবং চলন্ত গাড়িটি রাস্তায় তাকে টেনে নিয়ে যাচ্ছিল।

অবস্থার অবনতি ঘটলে পুলিশ কোনোমতে ট্রাক থামিয়ে মেয়রকে উদ্ধার করেন। এই ঘটনায় ১১ জন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। হাতে-পায়ে সামান্য আঘাত পেলেও মারাত্মক কোনও আঘাত লাগেনি মেয়রের।

মেক্সিকোতে মেয়র কিংবা সরকারি কর্মকর্তারা প্রায়ই ক্ষমতাশালী মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের লক্ষ্যবস্তু হন।

কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করায় জনতার এধরনের প্রকাশ্য শাস্তির বিধান বিরল এক ঘটনা।

Bootstrap Image Preview