Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, জুলাই ২০২০ | ২০ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

সম্রাট সুস্থ হলে শুনানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০৮:৩৮ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৯, ০৮:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অসুস্থ হওয়ায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের রিমান্ড এবং দুই মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়নি। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, তিনি সুস্থ হলে এ বিষয়ে শুনানি হবে। তবে মাদক মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

ঝুলে গেছে বহিষ্কৃত যুবলীগনেতা ইসমাইল হোসেন সম্রাটের বিচারের প্রক্রিয়া। অসুস্থ থাকায় বুধবার (৯ অক্টোবর) তাকে আদালতে হাজির করা যায়নি। ফলে ২০ দিনের রিমান্ড চেয়ে আবেদনের শুনানিও হয়নি। আদালত বলেছেন, তার সুস্থতা সাপেক্ষে শুনানি হবে।

যদিও সম্রাটের সহযোগী আরেক বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার তাকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, আরমানকে মাদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সম্রাট অসুস্থ সে হাসপাতালে ভর্তি আছে। সে যখন সুস্থ হবে তখন তাকে গ্রেফতার দেখানো হবে।   

এদিকে শারীরিকভাবে সুস্থ হলেও সম্রাটের হৃৎস্পন্দনে কিছুটা সমস্যা আছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

হৃদরোগ ইন্সটিটিউটের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক মহসীন আহমেদ বলেন, আগে থেকেই হার্টবিটের সমস্যা ছিলো, সিঙ্গাপুরে দেখাতেন। আমাদের কাছে তিনি বুকের ব্যথা নিয়ে এসেছেন। কিছুটা শ্বাস কষ্ট হচ্ছে। উনার জীবনের ঝুঁকি নেই, তবে হৃৎস্পন্দনে কিছুটা সমস্যা আছে।

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় ৬ মাসের দণ্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন আরমান। একই মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সম্রাটকে জাতীয় হ্নদরোগ ইন্সটিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

Bootstrap Image Preview