Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজের ৩ মাস পর সৌদি প্রবাসী উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৯, ১০:০০ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৯, ১০:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাঙ্গাইলে তিন মাস নিখোঁজের পর সৌদি প্রবাসী মো. আক্কাস আলী (২৮) কে ঢাকার গুলশান-২ থেকে উদ্ধার করেছে ডিবি (পুলিশ দক্ষিন)। 

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য দেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমরি রায় (বিপিএম)। এসময় তিনি সাংবাদিকদের জানান, গত ২৫জুন টাঙ্গাইলের সখিপুর উপজেলার কৈয়ামধু গ্রামের মো. জাবেদ আলীর ছেলে সৌদি প্রবাসী মো. আক্কাস আলী তার নিজ বাসায় আসেন।

গত ২৬ জুন সৌদি থেকে নিয়ে আশা বন্ধুর মালামাল দেয়ার জন্য সখিপুর থেকে টাঙ্গাইল সদর তারটিয়া ভাতকুড়া গ্রামে তার বন্ধুর বাড়িতে যান তিনি। এরপরই নিখোঁজ হন তিনি। পরে ২৭জুন এ ব্যাপারে অপহৃতের বাবা টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। যার নং ১৩৪০।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, গত ২৮জুন সৌদি প্রবাসির বিবাহ অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছিল। তবে নিখোঁজ আক্কাসের কোন সন্ধান না পেয়ে আক্কাসের বাবা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন যার মামলা নং-১৩। গত ৯জুলাই ৩৬৫/৩৪ ধারায় পেনাল কোড দায়ের করেন।

ভিকটিমের নিখোঁজের বিষয়টি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় মামলাটি ঢাকা রেঞ্জ মনিটরিং সেলের আওতাভ‚ক্ত হইলে ঢাকা রেঞ্জ এর ডিআইজি মামলাটি তদন্তভার ডিবির একজন দক্ষ কর্মকর্তা উপর তদন্তের দায়িত্ব দেয়ার জন্য টাঙ্গাইলে পুলিশ সুপারকে নির্দেশ দেন।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার এর মাধ্যমে ও অভিযান পরিচালনা করে অপহৃত আক্কাস আলীকে জীবিত অবস্থায় ঢাকা গুলশান-২ থেকে উদ্ধার করা হয়। বর্তমানে অপহৃত আক্কাস আলীকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসপি।

Bootstrap Image Preview