Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এনটিআরসিএ’র জরুরি বিজ্ঞপ্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৮:০৩ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ০৮:০৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


১৬ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ২ লাখ ২৮ হাজার ৪৪২ প্রার্থীর অ্যাপ্লিকেন্ট কপি ও শিক্ষাগত যোগ্যতার সনদের হার্ডকপি ডাকযোগে এনটিআরসিএতে পাঠাতে হবে না। তবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইবা পরীক্ষার বোর্ডে মূল সনদ প্রদর্শন করতে হবে। আর ভাইভা পরীক্ষায় অ্যাপ্লিকেন্ট কপি ও শিক্ষাগত যোগ্যতার সনদের হার্ডকপি জমা দিতে বলা হয়েছে প্রার্থীদের। 

বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএর জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। যদিও গত ২৩ মে জারি করা ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের অ্যাপ্লিকেন্ট কপি ও শিক্ষাগত যোগ্যতার সনদের হার্ডকপি পাঠাতে বলা হয়েছিল।

আগামী ১৫ ও ১৬ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ৩০ সেপ্টেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রিলিতে ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ১৯৯ জন প্রার্থী ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন।

Bootstrap Image Preview