Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রাইস্টচার্চে হামলাকারীর আদালত স্থানান্তরের আবেদন প্রত্যাহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:৫২ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টের বিচারিক আদালত স্থানান্তরের আবদেন প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার এ আবেদনটি বাতিল হয়। অকল্যান্ডে বিচারিক আদালত স্থানান্তর করতে অভিযুক্ত বন্দুকধারী ব্রেন্টন ট্যারেন্টের করা আবেদন বিবেচনায় নিয়ে ক্রাইস্টচার্চে বিচারপূর্ব শুনানি করেন উচ্চ আদালত।

সেসময় তা বাতিল করা হয়। গত ১৫ মার্চ ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালায়।

এতে বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন। ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যা চেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় এখনও দোষ স্বীকার করেননি এই ঘাতক।
 

Bootstrap Image Preview