Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খালি গায়ে নামাজ পড়া যাবে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩১ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩১ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানটি জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। 

অনুষ্ঠানের ২৩৪৬তম পর্বে খালি গায়ে নামাজ পড়া জায়েজ কি না, সে বিষয়ে জানতে চান ইমন আহমেদ।

এর জবাবে মুহাম্মাদ সাইফুল্লাহ বলেন, একেবারে খালি গায়ে সালাত আদায় করা জায়েজ নেই। এতে আপনার সালাত শুদ্ধ হবে না। একদল ওলামায়ে কেরাম বলেছেন সালাত হবেই না।

আরেক দল ওলামায়ে কেরাম বলেছেন, সালাত হবে কিন্তু মাকরুহ হবে। এটা আল্লাহর ইবাদতের মর্যদার ও আদবের পরিপন্থী কাজ। সুতরাং, খালি গায়ে সালাত না হওয়াটাই সঠিক এবং শক্তিশালী বক্তব্য।

Bootstrap Image Preview