Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জাবিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ( সম্মান) ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক চুড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর 'এ' ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ)পরীক্ষার মধ্য দিয়ে এ বছর ভর্তি যুদ্ধ শুরু হবে।

ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরীক্ষা পরিচালনা কমিটির মিটিংয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হবে।’

তিনি জানান, ২৩ সেপ্টেম্বর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) অবশিষ্ট এবং  ‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি), ২৪ সেপ্টেম্বর  ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২৫ সেপ্টেম্বর 'ডি' ইউনিটের অবশিষ্ট এবং ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন, আইবিএ-জেইউ), ২৬ সেপ্টেম্বর ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) এবং ‘আই’ ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)।

২৯ সেপ্টেম্বর  ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতিত), ৩০ সেপ্টেম্বর 'সি' ইউনিটের অবশিষ্ট,  ‘সি১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং সর্বশেষ ১ অক্টোবর ‘বি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, প্রতি বছরের মতো এবারো ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট  শুরু হবে সকাল ৯ টায় আর শেষ হবে সকাল ১০ টায়। দ্বিতীয় শিফট সকাল ১০.২৫-১১.২৫, তৃতীয় শিফট দুপুর ১১.৫০-১২.৫০, চতুর্থ শিফট দুপুর ১.৫০-২.৫০, পঞ্চম শিফট দুপর ৩.১৫-৪.১৫ এবং ছষ্ঠ শিফট দুপর ৪.৪০-৫.৪০ সময়ে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এ বছর ১৮৮৯ আসনের বিপরীতে লড়বে তিন লাখ ৫৯ হাজার ৯৬২ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য ভর্তি যুদ্ধে অবতীর্ণ হবে ১৯১ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য (www.ju-admission.org) ওয়েবসাইট থেকে জানা যাবে।

Bootstrap Image Preview