Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফেনীর সোনাগাজীতে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৭ PM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৮ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজীতে বিষধর সাপের কামড়ে ফাহিমা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার রাতে বগাদানা ইউনিয়নের গুণক গ্রামের সামছুল হক বলির বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্রী সৌদি প্রবাসী মাহমুদুল হকের কন্যা ও গুণক দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনির ছাত্রী।

বগাদানা ইউপি চেয়ারম্যান মো. ইসহাক খোকন বলেন, 'ফাহিমা আক্তার শুক্রবার দুপুরে বাড়ির পাশের পাট ক্ষেতে শাক তুলতে গেলে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এতে প্রাথমিকভাবে সামান্য ব্যাথা অনুভব করলেও রাত ৮টার দিকে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। তার পরিবারের সদস্যরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফাহিমার মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

Bootstrap Image Preview