Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আমাজনের আগুন নেভাতে ব্রাজিল নিষেধাজ্ঞা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯, ১১:৩৫ AM
আপডেট: ৩০ আগস্ট ২০১৯, ১১:৩৫ AM

bdmorning Image Preview


আমাজনের আগুন নেভাতে এবার এক নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট নতুন এক ডিক্রিতে বলেছেন, ভূমি পরিচ্ছন্ন করার নামে ষাট দিন কোনো আগুন ধরানো যাবে না ওই জঙ্গলে। চলতি দশকে সবচেয়ে বেশি পরিমাণে আগুনের ঘটনায় আমাজন রক্ষায় এমন নির্দেশ জারি করলেন জইর বোলসোনারো।

ব্রাজিলের একজন নামকরা পরিবেশকর্মী বুধবার সতর্ক করে দিয়েছেন, আমাজনে আরও ভয়াবহতা অপেক্ষা করছে আসছে দিনগুলোয়। দক্ষিণ আমেরিকার দেশগুলো আগামী সপ্তাহে আগুন নিয়ে আলোচনায় বসছে।

পরিবেশবাদীরা অভিযোগ তুলেছেন, ভূমি পরিষ্কারে নামে আগুন লাগায় স্থানীয়রা। সরকারি কৌঁসুলিরা এখন এ নিয়ে তদন্ত করছেন। আর নতুন ডিক্রিতে দুই মাসের জন্য যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ব্রাজিলের সমগ্র আমাজনেই কার্যকর করা হয়েছে। তবে তিনটা ব্যতিক্রম থাকছে এই নির্দেশনামায়- এক. পরিবেশবিষয়ক সরকারি প্রতিষ্ঠান যদি উদ্ভিদের স্বাস্থ্যের জন্য আগুন লাগাতে বলে; দুই. বনের আগুন নেভাতে যদি আগুন লাগানো লাগে এবং তিন. আদিবাসীরা প্রথাগতভাবে কৃষিকাজের জন্য যদি আগুন লাগায়।

বোলসোনারোর আরোপ করা নিষেধাজ্ঞা ঠিক কী প্রভাব ফেলবে, এটা এখনো স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। কেননা ব্রাজিলের আমাজন বন উজাড় করার জন্য স্থানীয়রা উঠেপড়ে লেগেছেন এবং এর বিপরীতে আইন প্রয়োগের দৃষ্টান্ত একেবারেই শূন্য।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই) বলছে, আমাজনে চলতি বছর এরই মধ্যে ৮০ হাজারের বেশি আগুন লেগেছে (কিংবা লাগানো হয়েছে)। গত বছরের এই সময়ের তুলনায় এটা ৭৭ শতাংশ বেশি। এর কারণ হিসেবে বোলসোনারো প্রশাসনের ঢিলেঢালা বনরক্ষা নীতিকেই দুষছেন পরিবেশবাদীরা।

১৫ আগস্ট থেকে জ্বলছে ব্রাজিলের আমাজন জঙ্গল। আগুন নেভানোর জন্য এর আগে শিল্পোন্নত সাত দেশের সংস্থা জি-৭ মোটা অঙ্কের অর্থসহায়তা দিতে চেয়েছিল। কিন্তু ব্রাজিল সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। ডানপন্থি প্রেসিডেন্ট বোলসোনারো অবশ্য পরে চিলির কাছ থেকে আসা সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

পৃথিবীর বায়ুম-লে থাকা অক্সিজেনের ২০ শতাংশেরই উৎপত্তি আমাজনে। গবেষকদের মতে, এই বন প্রতিবছর ২০০ কোটি মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। এ কারণে আমাজনকে বলা হয়ে থাকে ‘পৃথিবীর ফুসফুস’।

Bootstrap Image Preview