Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীকে মারধর, গোপনে ধারণ করা ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ০৪:৫৯ PM
আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ০৪:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশি হাইকমিশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্রুনাইয়ে প্রবাসীদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠেছে। গোপনে ধারণ করা তেমনই একটি নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করছেন এক ভুক্তোভোগী। তবে এমন অভিযোগের কথা শুনে বিস্ময় প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ চিঠির মাধ্যমে ব্রুনাই এ অবস্থানরত প্রবাসীদের উপর বাংলাদেশি হাইকমিশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন সাইফুল ইসলাম নামে এক প্রবাসী।

সাইফুলের অভিযোগের সঙ্গে মিলে যায়, হাইকমিশনে গোপনে ধারণ করা একটি নির্যাতনের ভিডিও।

ভিডিওটিতে যাকে মারধর করা হচ্ছে, তার নাম কামরুল হাসান। কথা হয় তার সঙ্গেও।

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশেনের বিরুদ্ধে পররাষ্ট্রমন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন সাইফুল ইসলাম। তবে এমন অভিযোগের কথা শুনে বিস্ময় প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

বর্তমানে প্রায় ৪০ হাজারের মতো বাংলাদেশি কর্মরত রয়েছেন ব্রুনাইয়ে।

Bootstrap Image Preview