Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ০৩:১৯ PM
আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ০৩:১৯ PM

bdmorning Image Preview


টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আব্দুর রাজ্জাক ও আব্দুল কাদের। তারা সর্ম্পকে চাচা-ভাতিজা বলে জানা যায়।

পুলিশ এবং নিহতের পরিবারের লোকজন জানান, পাবনা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে একই পরিবারের ৫ সদস্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মহেড়া এলাকায় পৌঁছলে মাইক্রোবাসের চাকা ফেটে ঢাকাগামী একটি ড্রাম ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ ৬ জন আহত হয়।

পরে আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। ওই মাইক্রোবাসের ড্রাইভার প্রাথমিক চিকিৎসা নিয়ে কাউকে কিছু না বলে চলে যায়।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান বলেন, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত ৩ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

Bootstrap Image Preview