Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০২০ | ৮ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

টানা ২৪ বছর ধরে পানিতেই বসবাস!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ১২:৫০ PM
আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ১২:৫০ PM

bdmorning Image Preview


যদি প্রশ্ন করা হয়, পানিতে কিসের বসবাস? স্বাভাবিকভাবেই উত্তর আসবে মাছের বসবাস। কিন্তু এই উত্তর পাল্টে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কাটোয়া ১ নং ব্লকের বাসিন্দা দানা শেখ। টানা ২৪ বছর ধরে পানিতেই দিনযাপন করছেন এই ব্যক্তি। 

দিনরাত পানিতে থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে দানা শেখ বলেন, 'শরীরে জ্বালা। জ্বালা জুড়োতে জলে থাকি। আরাম লাগে বেশ।'

পরিবারের ভাষ্য মতে, ছোট বেলা থেকেই পানির প্রতি আকর্ষণ ছিল দানা শেখের। ছোট বেলায় যেখানে পানি দেখতেন গিয়ে বসে পড়তেন। এরপর একটু বড় হয়ে নিজ তাগিদেই সাতার শিখে ফেলেন। এরপর বিগত ২৪ বছর ধরে পানিতেই কাটছে তার জীবন।

দানা শেখের পিতা ইয়াসিন শেখ এবং মা ফুলিয়া বিবি বলেন, দিন মানত না, রাত মানত না, সর্বক্ষণ জলেই থাকত ওইটুকু ছেলেটা। ব্যাপারটা সুবিধের না ঠেকায় প্রথমে ওঝা, পরে ডাক্তারের কাছে নিয়ে যাই। বহু টাকা খরচ হয়েছে। কিন্তু রোগ সারেনি। আমরা গরিব মানুষ। জন খেটে খাই। কতদিন আর ডাক্তার দেখাব?‌ দানার ভাগ্য তাই আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

প্রতিদিনের খাওয়া দাওয়া ও প্রকৃতির ডাকে সাড়া দিতে সারাদিনে সর্বোচ্চ ৪ ঘন্টা ডাঙায় থাকেন দানা শেখ। পানিতে বিভিন্নভাবে সাতার কেটে মানুষকে আনন্দও দেন তিনি।

গ্রামের বাসিন্দা নিমাই ঠাকুর, প্রশান্ত পাজারা বলেন, রাতবিরেতে দানাকে পুকুরে ডোবা–ওঠা করতে দেখে অনেকে ভয় পেতেন। ভূত–টুত ভাবত। এখন অবশ্য গা–সওয়া হয়ে গিয়েছে। নিশুত রাতে পুকুরের জল নড়লে বা শব্দ হলে সবাই বোঝেন, দানা জলে।

এই ঘটনা নিয়ে চিকিৎসক জয়ন্ত সিংহ বলেন, শুনে মনে হচ্ছে এটা মানসিক ব্যাধি। টানা চিকিৎসা ও কাউন্সেলিং করালে দানা সুস্থ হয়ে যাবে।

Bootstrap Image Preview