Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হ্যাকের ঝুঁকিতে আইফোন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ২১ আগস্ট ২০১৯, ০৭:১৩ PM

bdmorning Image Preview


অ্যাপলের সর্বশেষ আইওএস সংস্করণ ১২.৪ এ কিছু ত্রুটি রয়েছে। এই ত্রুটির কারণে হ্যাকিং ঝুঁকিতে রয়েছে আইফোন।

এর আগের আইওএস ১২.৩ সংস্করণে ত্রুটিটি সারানো হয়েছিল। কিন্তু নতুন সংস্করণে সেটি থেকে গেছে। ফলে যেসব আইফোনে আইওএস ১২.৪ সংস্করণটি আপডেট করা হয়েছে সেগুলো ঝুঁকিতে পড়েছে বলে জানা যাচ্ছে। 

মাদারবোর্ডের নিরাপত্ত দিতে কাজ করা প্রতিষ্ঠান ইতোমধ্যে আইএওস ১২.৪ এর এই ত্রুটি সামাল দিতে একটি জেলব্রেক উন্মুক্ত করেছে। ইতোমধ্যে সেটি ওপেন সোর্স প্লাটফর্ম গিটহাবে উন্মুক্ত করা হয়েছে। 

এর ফলে এখন আইওএস ১২.৪ সংস্করণ ব্যবহারকারীরা গিটহাব থেকে জেলব্রেকটি নিয়ে ব্যবহার করতে পারছেন। বেশ কয়েকজন জেলব্রেক ব্যবহারকারী জানিয়েছেন তারা সেটি সফলভাবে তাদের আইফোনে ব্যবহার করতে পারছেন। 

জেলব্রেক আইওএস ডিভাইসকে কাস্টমাইজ করতে সহায়তা করে। ফলে অসমর্থিত অ্যাপগুলো চালাতে পারে ব্যবহারকারীরা। 

অ্যাপল কখনো তাদের আইওএস প্লাটফর্মে অসমর্থিত অ্যাপের সমর্থন দেয় না। যার কারণে আইওএস ডিভাইস আরও নিরাপদ হয়। 

এর আগে অ্যাপলের ১২.৩ আইওএস সংস্করণে এই ত্রুটি দেখতে পায় গুগলের একজন ডেভেলপার। পরে ত্রুটিটি সারায় অ্যাপল। 

ধারণা করা হচ্ছে, ত্রুটি সারিয়ে আগামী দু-এক দিনের মধ্যে অ্যাপল আইওএস ১২.৪.১ সংস্করণ বাজারে ছাড়বে। 

Bootstrap Image Preview