Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেলফিতে জানা যাবে আপনার ব্লাড প্রেসার কত?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০৯:২২ PM
আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০৯:২২ PM

bdmorning Image Preview


ব্লাড প্রেসার চেক করতে এবার ফার্মেসি বা হাসপাতালে যেতে হবে না। যেতে হবে না ডাক্তারের কাছেও। স্মার্টফোনেই জেনে নিতে পারবেন ব্লাড প্রেসার।নিজের স্মার্টফোন থেকে একটি সেলফি তুলে ফেলুন। তাতেই জেনে যাবেন নিজের ব্লাড প্রেসার।

সম্প্রতি এমনই এক প্রযুক্তি তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই প্রযুক্তিটিকে বলা হচ্ছে, ট্রান্সডার্মাল অপটিক্যাল ইমেজিং।

স্মার্টফোনের ফেসিয়াল ছবি বিশ্লেষণ করেই এই ট্রান্সডার্মাল অপটিক্যাল ইমেজিং প্রযুক্তি ধরে ফেলবে রক্তস্রোতের পরিবর্তন। যা থেকে বলা যাবে রক্তচাপ।

এই গবেষক দলের অন্যতম মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক রামকৃষ্ণ মুক্কামালা বলেন, ফেসিয়াল ছবির মধ্যেই সিস্টোলিক ব্লাড প্রেসার সংক্রান্ত তথ্য ধরা পড়ে। হার্টের অসুখের অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। আবার এই কারণে মৃত্যুর হারও দিনে দিনে বাড়ছে। যে কারণে হাই ব্লাড প্রেসারের রোগীদের নিয়মিত চেক আপ করা জরুরি।

তবে বাণিজ্যিক ভাবে এই প্রযুক্তি হাতে পেতে আরও কয়েক বছর সময় লাগবে।

Bootstrap Image Preview