Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০৬:৪৪ PM
আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০৬:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত যুবকের নাম আরিফ হোসেন কাজল (২৮)। তিনি উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মো. আলম মিয়ার ছেলে।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, গেল রোববার প্রচণ্ড জ্বর অনুভব করলে আরিফকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হলে তাকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার সন্ধ্যার পর তার অবস্থার অবনতি হতে থাকে। এই অবস্থায় তার রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়। কিন্তু রক্তের ব্যবস্থা করার পূর্বেই আরিফের মৃত্যু হয়।

তিনি আরও জানান, কুমুদিনী হাসপাতালে এ পর্যন্ত শতাধিক ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ১৩ জন চিকিৎসা নিচ্ছেন।

Bootstrap Image Preview