Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধী চক্রের সদস্য’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০৭:৩৫ PM
আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ০৭:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন সরকারকে ‘আন্তর্জাতিক ডাকাত’ বলে অভিহিত করেছে ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। আমেরিকায় অবস্থিত ভেনিজুয়েলার সব সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দেয়ার পর কারাকাস এ মন্তব্য করল। 

মঙ্গলবার (৬ আগস্ট) আমেরিকায় অবস্থিত ভেনিজুয়েলার সকল সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় ব্যর্থ হয়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদের আশ্রয় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 

ভেনিজুয়েলার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী উইলিয়াম ক্যাস্টিলো আমেরিকার আরোপিত কঠোর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তর্জাতিক অপরাধী চক্রের সদস্য বলে মন্তব্য করেন।

এর ফলে গত ৩০ বছরের মধ্যে এই প্রথম মার্কিন সরকার পশ্চিম গোলার্ধের কোনো দেশের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল। এ ঘোষণার পর ভেনিজুয়েলা সরকারের সঙ্গে কোনো মার্কিন কোম্পানি বা প্রতিষ্ঠান লেনদেন করতে পারবে না।

উল্লেখ্য, প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে ভেনিজুয়েলার সামরিক বাহিনীকে বিদ্রোহী করে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ট্রাম্প নির্দেশনা জারি করেন। এর কয়েকদিন পর তিনি ভেনিজুয়েলা সরকারের যাবতীয় সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন। 

Bootstrap Image Preview