Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

র‍্যাব পরিচয় দিয়ে মাদক মামলায় ফাঁসানোর হুমকি, দুই জনকে গণধোলাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০৭:২০ PM
আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ০৭:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়ায় দুই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বুধবার (৭ আগস্ট) দুপুরে চাঁদাবাজির অভিযোগে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

আটককৃতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার পূর্ব তারুলি গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মিজানুর রহমান হাওলাদার ও ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হক মিলনের ছেলে সাইফুল হক লেলিন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের বাসিন্দা মাইনুল হক দিপুর বাড়িতে গিয়ে মিজানুর রহমান ও সাইফুল নিজেদের র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা দাবি করে। টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়। তাদের কথায় সন্দেহ হলে মাইনুল বিভিন্ন জায়গায় ফোন দিয়ে নিশ্চিত হন তারা র‌্যাবের সদস্য নয়। পরে মাইনুল ও স্থানীয় লোক মিলে তাদের আটক করে গণধোলাই দেন এবং পুলিশে সোপর্দ করেন।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ ঘটনায় মাইনুল হক দিপু বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview