Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গুর টেস্ট কিট ও পরীক্ষা উপকরণ থেকে শুল্ক-কর অব্যাহতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ০৬:৩১ PM
আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ০৬:৩১ PM

bdmorning Image Preview


সম্প্রতি সারাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। তাই কম খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডেঙ্গু টেস্ট কিট, ডেঙ্গু রিএজেন্ট ও প্লেটলেট অ্যান্ড প্লাজমা আমদানিতে শুল্ক, ভ্যাট, আগাম কর এবং অগ্রিম আয়কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সুবিধা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।

সোমবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ওষুধ প্রশাসন অধিদফতর যে পরিমাণ পণ্য আমদানি করবে তার ওপর এই সুবিধা কার্যকর হবে। আমদানি পণ্য মানসম্মত কিনা সেটা ওষুধ প্রশাসন অধিদফতর নিয়মিত মনিটরিং করবে।

আরও বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা জনস্বার্থে এই আদেশ দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview