Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘টাইগার’ এর দাম ৩০ লাখ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ১০:০২ PM
আপডেট: ০৩ আগস্ট ২০১৯, ১০:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাবনার চাটমোহরে একটি গরুর দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা। গরুটির ওজন ৪২ মণ। এর দৈর্ঘ্য ৯ ফুট আর উচ্চতা সাড়ে ৫ ফুট। ‘টাইগার’ নামের এই গরুটির গায়ের রং কালো আর সাদা। 

উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের মিনারুল ইসলামের খামারে এই বিশালাকৃতির ষাঁড়টি দেখতে প্রতিদিনই মানুষ ভিড় করছেন।

ওই গ্রামের মৃত আকুল প্রামাণিকের ছেলে মিনারুল ইসলাম এক বছর চার মাস আগে প্রতিবেশী এক বন্ধুর ১৫-১৬ মণ ওজনের গরুটি কিনে নেন। এরপর দেশীয় পদ্ধতিতে নিজের খামারে মোটাতাজা করা শুরু করেন। নাম দেন টাইগার। ফিজিয়ান জাতের গরুটির ওজন এখন নাকি ৪২ মণ।

এলাকাবাসী জানান, টাইগার নামের এই গরুটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন লোকজন আসছেন। মিনারুল জানিয়েছেন, চারজন শ্রমিক গরুটির দেখাশোনা করেন। তবে ষাড়টি শান্ত স্বভাবের।

মিনারুল ইসলাম বলেছেন, ষাড়টি যখন ১ লাখ ৪২ হাজার টাকায় কেনেন, তখন ওজন ছিল ১৫ থেকে ১৬ মণ। এখন দাম চাচ্ছেন ৩০ লাখ টাকা। আশানুরুপ দাম পেলেই বিক্রি করে দেবেন। তবে ৪২ মণ ওজনের একটি গরুর দাম আদৌও ৩০ লাখ টাকা হবে কীনা-এ প্রশ্ন অনেকের।

Bootstrap Image Preview