Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণফোরামের প্রথম নারী যুগ্ম সম্পাদক ফরিদা ডেঙ্গু আক্রান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ০৭:৪০ PM
আপডেট: ০১ আগস্ট ২০১৯, ০৭:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গণফোরামের প্রথম নারী যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফরিদা ইয়াসমিন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (৩০) জুলাই হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন। তবে তিনি কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তা জানাননি। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য তাকে ফোন করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে গণফোরামের আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক আমীন আহমেদ আফসারী বলেন, ফরিদা ইয়াসমিন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি আমি শুনেছি। যতুটুকু জানি মিরপুরের কোনো একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। খোঁজ নিয়ে বিস্তারিত জানতে পারবো।

এর আগে গত ৮ জুলাই গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হন ফরিদা ইয়াসমিন। তার আগে তিনি দলটির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনিই গণফোরামের প্রথম নারী যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে কোনো নারীকে দলটিতে এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি।

Bootstrap Image Preview