Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২০ | ১৪ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

অভিনেতা বিজয়ের মৃত্যুর গুজব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ০৩:১৫ PM
আপডেট: ০১ আগস্ট ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়ে তেলুগু অভিনেতা বিজয়ের মৃত্যুর খবর। #RIPactorVijay হ্যাশট্যাগে ভরে যায় টুইটার। #RIPactorVijay হ্যাশট্যাগ দেখে উদ্বিগ্ন বিজয়ভক্তদের একটাই প্রশ্ন, ভাল আছেন তো অভিনেতা? জানা যায়, সুস্থ আছেন বিজয়।

তবে এই গুজব রটালো কারা? অবশেষে জানা যায়, বিজয়ের প্রতিদ্বন্দ্বী অভিনেতা অজিতের ভক্তদের কাণ্ড এটি।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অজিতের আগামী ছবির পোস্টার। বলিউডের ছবি 'পিঙ্ক' এর তেলুগু রিমেক করতে চলেছেন অভিনেতা। পোস্টার মুক্তির পরই অজিতের ভক্তদের এহেন কুকীর্তি। বিজয়ের অনুরাগীরা পাল্টা শুরু করে #LongliveVijay হ্যাশট্যাগ।

অজিত ভক্তদের এহেন কাজের কড়া সমালোচনা করেছেন ক্রিকেটার অশ্বিন রবিচন্দ্রন। একটি টুইটে তিনি লেখেন, 'কিছুদিন আগেই উল্কাপাতের হাত থেকে একটুর জন্য বেঁচেছে আমাদের পৃথিবী। বৃষ্টি নেই, কত জায়গায় খরা হচ্ছে, দুষ্কৃতীদের হামলার খবর পাওয়া যাচ্ছে প্রতিদিন। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম এই ধরণের একটা খবরের প্রচার করছে।’

ভক্তদের মধ্যে বিবাদ চরমে থাকলেও এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি অজিত বা বিজয় কেউই। তবে নেটিজেনরা বলছেন, দুই অভিনেতারই উচিত এবার সরব হওয়া এবং ভক্তদের বোঝানো।

Bootstrap Image Preview