Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ০২:০২ PM
আপডেট: ০১ আগস্ট ২০১৯, ০২:০২ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ১১ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে।

সব মিলিয়ে জেলায় এ পর্যন্ত ৫৫ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

জানা যায়, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গেল কয় দিনে ২৬ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনও ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে সাতজন রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে আভিসিনা হাসপাতালে তিনজন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বর্তমানে এই হাসপাতালে দুইজন রোগী ভর্তি আছেন।

এছাড়া এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ  অ্যান্ড হাসপাতালে  আটজন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এসব রোগীরা মূলত ঢাকা বা অন্য কোথাও থেকে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা আরটিভি অনলাইনকে বলেন, নতুন করে এখানে আর কোনও রোগী ভর্তি হয়নি। আর যারা ভর্তি আছে তারা শঙ্কামুক্ত।

Bootstrap Image Preview