Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে তীব্র আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ০২:৪৩ PM
আপডেট: ২১ জুলাই ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রে কাগজপত্র নেই এমন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর পর সেখান বসবাসরত অবৈধ বাংলাদেশিদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। নিউইয়র্ক, লস এঞ্জেলেস ও শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বড় বড় নয়টি শহরে গত রোববার থেকে অভিযান শুরু করেছে পুলিশ। বহিস্কারাদেশ পাওয়া ২ হাজার কাগজপত্রবিহীন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতেই এই অভিযানের মূল লক্ষ্য। ইতোমধ্যে কিছু কিছু বাংলাদেশি অভিবাসীও চিঠি পেয়েছে বলে জানা গেছে।

মাইক ও সালিভানের রিপোর্ট থেকে তথ্য নিয়ে বাংলাদেশি অ্যাটর্নি ও অভিবাসন কর্মীর সঙ্গে কথা বলা হয়েছে। বাংলাদেশি কমিউনিটির অশোক কর্মকার মনে করেন এই অভিযানের উদ্দেশ্য ভীতি সঞ্চার করা ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। তিনি বলেন, 'সবকিছু মিলিয়ে এই অভিযান থেকে মনে হচ্ছে এটা অনেকটাই রাজনৈতিক চাল। '

তিনি বলেন, 'বিভিন্ন সিটিতে যেসব এজেন্টরা এসব অভিযান চালানোর চেষ্টা করেছেন তারা প্রায় জায়গায় প্রতিরোধের মুখে পড়েছেন এবং অভিযান চালাতে ব্যর্থ হয়েছেন। এক ধরনের গণপ্রতিরোধ গড়ে উঠছে বিভিন্ন জায়গায়। '

অভিবাসন কর্মী বাংলাদেশি আমেরিকান কাজী ফৌজিয়া জানান, বাংলাদেশি যারা কাগজপত্রবিহীন অবস্থান রয়েছেন তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হবার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, 'প্রতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারি, জুন-জুলাইয়ে হোমল্যান্ড সিকিউরিটির এরকম একটি অভিযান পরিচালিত হয়। প্রতিটি সরকারের সময়ই এরকম অভিযান চলে। এগুলো তাদের রেগুলার কর্মসূচির অংশ। '

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করতে কঠোন অবস্থান নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের যাতাকলে পড়ে বহু প্রবাসী বিপদে পড়েছেন।

Bootstrap Image Preview